ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করে বাংলাদেশের ৪-১ গোলের ঐতিহাসিক জয় এনে দেওয়া আদিবাসী কন্যা শান্তি মার্ডীর পরিবারে বইছে আনন্দের বন্যা। সেই আনন্দে এবার যুক্ত হলো এক মানবিক উদ্যোগ, শান্তির পরিবারকে সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর চৌধুরী।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের শান্তির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশ। কিন্তু দারিদ্র্যপীড়িত পরিবারে টেলিভিশন না থাকায় তার বাবা-মা সরাসরি এই ঐতিহাসিক খেলা উপভোগ করতে পারেননি। বিষয়টি জানার পর, শনিবার (১৯ জুলাই) বিকেলে এলাকাবাসীকে সাথে নিয়ে শান্তির বাড়িতে ছুটে যান চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন) এসময় তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শান্তির পরিবারের হাতে তুলে দেন এক বস্তা চাল, এক মাসের শুকনো খাবার এবং এবং খাদ্য সহায়তা কার্ড এবং ব্যক্তিগত পক্ষ থেকে একটি স্মার্ট টেলিভিশন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান শান্তির পরিবারকে।
এ ব্যাপারে চেয়ারম্যান শাহিন চৌধুরী বলেন, “শান্তির সাফল্য পুরো এলাকার গর্ব। সে একদিকে যেমন আদিবাসী সমাজের মুখ উজ্জ্বল করেছে, তেমনি গোটা দেশের জন্যও গর্বের বিষয়। তার পরিবার অসহায়, দিনমজুর তাই আমি আমার সার্মথ্য অনুযায়ী তার পরিবারের পাশে এসেছি, এবং থাকব। আমি সমাজের বৃত্তবানদেরও আহ্বান জানাই এই ধরনের প্রতিভার পাশে দাঁড়ান।
শান্তির বাবা বাবুলাল মার্ডী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “চেয়ারম্যান নিজে আমাদের বাড়িতে এসে মানবিক সহায়তা দিয়েছেন এবং টেলিভিশন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক,১ নং ওয়ার্ডের সফিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা।