বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

গোপালগঞ্জের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাংগাইলে জামায়াতের বিক্ষোভ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাংগাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই ) জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড় শহীদ মিনারের সামনে দিয়ে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামি ছাত্রশিবিরের  জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং জুলাই আন্দোলনের  সহকর্মীদের বিভেদ ভুলে  আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলার আহবান জানান তিনি । ভারতের গোলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার  সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার শুরুতে প্রশাসনের দুর্বলতা খুঁজে বের করে ফ্যাসীবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। পরবর্তীতে প্রশাসন ও সেনাবাহিনীর কার্যকর ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানান জেলা আমীর আহসান হাবীব মাসুদ। তিনি সকলকে ১৯ তারিখের ঢাকার সমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান।  মিছিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াসহ দিল্লির গোলামীর বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর