বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ

অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন প্রোগ্রাম-২০২৫ বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লক্ষিত পরিবারের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই আয়ের উৎস তৈরীর মাধ্যমে শিশু কল্যান নিশ্চিত করার জন্য আল্ট্রাপোর গ্রাজুয়েশন প্রজেক্ট মডেল বাস্তবায়ন করছে। আল্ট্রাপোর গ্রাজুয়েশন একটি সমন্বিত, সময় নিয়ন্ত্রিত এবং ধারাবাহিক কার্যক্রম যার উদ্দেশ্য হচ্ছে জনগণকে অতি-দারিদ্রতা থেকে টেকসই জীবিকায়নের দিকে নিয়ে যাওয়া এবং অতি-দরিদ্র পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি যা নির্দিষ্ট ১০টি সূচক দ্বারা ২ বছরের কার্যক্রমের ভিত্তিতে পরিমাপ করা হয়।
বীরগঞ্জ এপি কর্তৃক আয়োজিত অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর, জনাব মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর, জনাব মোঃ নুরুল ইসলাম, চেয়ারম্যান, ৫ নং সুজালপুর ইউনিয়ন,জনাব মোঃ আনিসুর রহমান, চেয়ারম্যান, ৬ নং নিজপাড়া ইউনিয়ন । এছাড়াও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ ও অনুষ্ঠানের প্রাণ অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এপি ম্যানেজার রবার্ট কমল সরকার অতি-দরিদ্র পরিবারের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভুমিকা তুলে ধরেন এবং আল্ট্রাপোর গ্রাজুয়েশন কর্মসূচীর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করেন।
 উপকারভোগীদের পক্ষ থেকে প্রভাতী মুরমু বলেন ”আমি ও আমার স্বামী দুই সন্তান নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতাম। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা এখন স্বাবলম্বী হয়েছি, আমার এক ছেলে এক মেয়ে পড়াশোনা করছে এবং আমার সন্তানদের নিয়ে ভাল আছি।
বিশেষ অতিথিদের বক্তব্যে ডাঃ মোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ওয়ার্ল্ড ভিশনের অতি-দরিদ্র পরিবার নিয়ে কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপকারভোগীদের এ অর্জন ধরে রাখার পরামর্শ দেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তেব্যে জনাব তানভীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, উপকারভোগীদের গ্রাজুয়েশন পর্যায়ে আনার জন্য ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের প্রসংশা করেন ও উপকারভোগীদের সাধুবাদ জানান। এর ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন । সকল উপকারভোগীগণ অঙ্গীকার করেন আমি আজ থেকে আমার পরিবারকে অতি দরিদ্র থেকে স্বল্প আয়ের পরিবার হিসেবে ঘোষনা করছি এবং অঙ্গীকার করছি যে, আমার পরিবারের সাধিত উন্নয়ন অব্যাহত রাখব এবং গ্রাম ও সমাজ গঠনে ভুমিকা রাখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর