বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

ই-পেপার

তারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ১ কেজি সোনার বার সহ ২ আসামি আটক করেছে বিজিবি

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

যশোরের তারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ১ কেজি সোনার বার সহ ২ আসামি আটক করেছে বিজিবি। অদ্য ১৫ জুলাই ২০২৫ তারিখ ০৪৪৫ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮(আট) টি স্বর্ণের বার, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করে। আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল।

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ আবু সাঈদ (২৭), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ঘিবা দক্ষিণ, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর, (২) মোঃ মহিনুর রহমান (৩১), পিতা-মোঃ শাহাজান, গ্রাম-ঘিবা, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,৪১,৮৩,৩৪০/-(এক কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চল্লিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৩৩,৫০০/-(তেত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ১,৪২,১৬,৮৪০/-(এক কোটি বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার আটশত চল্লিশ) টাকা।*

*আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে*।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর জেনারেল হাসপাতালে জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর