বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে মাদকের রাজত্ব! সিন্ডিকেটের দাপটে ধ্বংসের মুখে যুবসমাজ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ

রাতের আঁধারে দেদারসে মাদক বিক্রি, চুপ পুলিশ—কান্নায় ভাঙছে অভিভাবকদের বুক। ‎‎যশোরের অভয়নগর উপজেলায় ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে মাদক সিন্ডিকেট। সেনা-পুলিশের যৌথ অভিযানে কিছুদিন শান্ত থাকার পর ফের বেপরোয়া হয়ে উঠেছে মাদকচক্র। জামিনে বের হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুরনো জায়গায় নতুন কৌশলে শুরু করেছে ভয়ংকর “মরণ নেশা”র ব্যবসা।

‎‎তদন্তে উঠে এসেছে, রাতের অন্ধকারে উপজেলার কোটা গ্রাম, পায়রা, বাগদাহ, রাজঘাট, কাপাশহাটি, সিদ্দিপাশা, রানাগাতী, লেবুগাতীসহ প্রায় সব ইউনিয়নে চলছে প্রকাশ্য মাদক বাণিজ্য। কোথাও চলছে বোরকার আড়ালে নারী মাদকচক্র, আবার কোথাও মোবাইল ফোনে আদান-প্রদানের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা মাদক। ‎অভিভাবকরা আতঙ্কে, প্রতিবাদ করলেই হামলা ‎চোখের সামনে সন্তানদের ধ্বংস হতে দেখেও অনেকেই মুখ খুলতে সাহস পান না। কারণ এই চক্রের রয়েছে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও শক্তিশালী লোকবল। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে হয়রানি, হামলা কিংবা সামাজিকভাবে নিঃশেষ করার হুমকি আসে। মাদক টাকার জন্য মা-বাবাকে নির্যাতন, বাড়ি ভাঙচুর নেশার টাকার জন্য নিজের পরিবারের ওপরই চড়াও হচ্ছে উঠতি বয়সী যুবকেরা। জানা গেছে, অনেক মা-বাবা দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন সন্তানের হাতে। অথচ সম্মান হারানোর ভয়ে বিচার চাইতেও ভয় পান তারা। ‎নতুন কৌশলে নারী সিন্ডিকেট সক্রিয়

‎বোরকার ভেতর লুকিয়ে মাদক বহন করে নারী সদস্যরাও যুক্ত হয়েছে চক্রে। সাধারণ চোখে চেনা যায় না কে মাদক ব্যবসায়ী, কে নিরীহ।

‎এ যেন অভয়নগর জুড়ে এক ছায়া-সন্ত্রাস।

‎অপরাধ বাড়ছে, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি চুরি, ছিনতাই, সহিংসতা সবই বেড়ে গেছে মাদকের কারণে। সচেতন মহল বলছে, এখনই চিহ্নিত মাদকচক্রকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

‎‎এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আমরা মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর