মানিকগঞ্জের ঘিওরে পয়লা ইউনিয়নের বাইলজুরী (আমীর মাস্টার) মোড়ে সিএনজি ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন ।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী (আমির মাস্টার) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায় পল্লী বিদ্যুতের কর্মীরা আঞ্চলিক রাস্তা ব্লক করে কাজ করতে ছিল। রাস্তার প্রায় অর্ধেক অংশে খুটি থাকার ফলে এই দূর্ঘটনার ঘটে।
নিহত আমিনুর ইসলাম দৌলতপুর উপজেলার আবুডাংগা গ্রামের জামাল শেখের ছেলে।
আহতরা হলেন দৌলতপুর উপজেলার কান্দা মান্দারতা গ্রামের শামীম মিয়ার ছেলে রিপনও ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের বিপ্লব সাহার ছেলে বিনয় সাহা, আহতরা দুজন ঘিওর উপজেলার শাহিন মেধা সিঁড়ির অষ্টম শ্রেণীর ছাত্র এবং টাঙ্গাইল কয়রা গ্রামের সাইজুদ্দিনের ছেলে নুরুল ইসলাম।
এবিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো রফিকুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় সিএনজি ও অটো রিক্সা থানা হেফাজতে আছে। মরদেহ আইনানুগ প্রক্রিয়াধীন অবস্থায় আছে।