নওগাঁর রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন রাণীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলমের সভাপতিত্বে ও রাণীনগর সদর পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।