বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ই-পেপার

বান্দরবানে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃ*ত্যু

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ

বান্দরবানের সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উরকান (৭১), তার নাতিন তুংলে (১৭) ও সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন (৩৫)।
জানা গেছে, রোববার রাতে বান্দরবান রাংলাই চেয়ারম্যান পাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে পাড়ার পাহাড়ীদের ঘরে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছে অনেকে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই ট্রান্সফরমারটি প্রায় সময়ে আগুন জ্বলে বিকট শব্দ হতো। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
স্থানীয় সাবেক ইউনিয়নের চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, বৃষ্টিতে ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে পাড়ার ঘরগুলো বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পর্শে আমার আত্মীয়সহ তিনজন মারা গেছে।  ট্রান্সফরমার সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে অভিযোগের পরও তারা ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।’
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ‘ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর