বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

ই-পেপার

আলীকদমে কৃষি অফিসে প্রণোদনার বীজ ও চারা বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে ৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, মৈত্রী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও অন্বেষা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা। উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা রেজাউল করিম, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সাংবাদিকসহ শিক্ষার্থীরা।
কৃষিবিদ সোহেল রানা বলেন, “এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো স্থানীয় কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি আরও জানান, কৃষকদের মধ্যে রোপা আমন ধানের বীজ ছাড়াও আম, লেবু, বেল, তাল, নিম, জাম, কাঁঠাল, নারিকেল গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এছাড়া উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসমূহে বিতরণ করা হয়েছে ৭০০টি নারিকেল গাছের চারা ও ২৫০টি তাল গাছের চারা। কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে ৫০০টি আম ও ৭৫০টি লেবু গাছের চারা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হাতে হাতে চারা পেয়ে পরিবেশবান্ধব কৃষি ও সবুজায়নের প্রতি আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় কৃষকরাও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের সহায়তা আমাদের কৃষিকাজে নতুন প্রাণ যোগাবে এবং উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর