পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল নতুন বল্লভপুর গ্রামে ঐতিহ্যবাহী চরক খোলার মহাদেব মন্দিরের ঘর নির্মাণে এলজিইডি এডিবি প্রকল্লে পাঁচ লক্ষ টাকা অনুদানে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ওই মন্দির চত্বরে এ বরাদ্দের আনুষ্ঠানিক ঘোষণা ও অর্থ হস্তান্তর সহ ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।
এ মন্দির ঘর নির্মানে অর্থ বরাদ্দের ঘোষণা দেন- চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনজুরুল আলম, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমানসহ তাঁর সহযোগী পুলিশ সদস্য বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চাটমোহর পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি শাখার সদস্য জাহিদুল ইসলাম,বিএনপির হান্ডিয়াল শাখার সাবেক সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ছহির উদ্দিন স্বপন ও বিএনপি নেতা সোহেল রানা, নতুন বল্লভপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বরেন্দ্রনাথ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বাসুদেব গোস্বামী ও সদস্য অপূর্ব কৃষ্ণ গোস্বামী, হান্ডিয়াল মিস্ত্রিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুটিশ্বর চন্দ্র দেব, জামায়াতে ইসলামী হান্ডিয়াল শাখার আমির ডা. মনসুর রহমান, জামায়াতের মজলিস সদস্য মুফতি আল-আমিন, প্রভাষক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন- এই অনুদান শুধু একটি ধর্মীয় স্থাপনার নির্মাণ নয়, এটি আমাদের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।