মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের চর দেশগ্রামে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন স্থানীয় বিএনপির এক নেতা। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ও ওই নারীকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়েছে এর বিভিন্ন ছবি।
ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে, উপজেলার ধামশ্বর ইউনিয়নের চর দেশগ্রামে। অভিযুক্ত ব্যক্তি মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫), ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও দুই সন্তানের জনক। যিনি মৃত শিরজন আলীর ছেলে। প্রবাসীর স্ত্রীও দুই সন্তানের মা।
এলাকাবাসী সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে সম্পর্ক চলছিল। স্থানীয়রা তাদের গভীর রাতে একই ঘরে দেখে হাতেনাতে ধরে ফেলেন। এরপর শুরু হয় উত্তেজনা, গুঞ্জন আর সামাজিক চাপ।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, উভয়েই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং পরস্পরকে বিয়ে করতেও সম্মত হয়েছেন। দলীয়ভাবে সিরাজুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ ঘটনায় প্রবাসী স্বামী স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই ঘটনার পর তিনি স্ত্রীকে আর গ্রহণ করবেন না। তবে উভয় পরিবার এখন বিয়ের মাধ্যমে বিষয়টি মীমাংসার পথে এগোচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও দৌলতপুর অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না করায় পুলিশের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।