শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

বিএনপির নামে কেউ অপরাধে জড়ালে ছাড় নয়: আযম খান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এ দলে চাঁদাবাজ, খুনি কিংবা দুর্নীতিপরায়ণদের কোনো স্থান নেই। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে দলীয়ভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি ছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত, যেখানে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

আযম খান বলেন, “বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। কিছু দল নির্বাচনী মাঠে নিজেদের দুর্বলতা ঢাকতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর কথা বলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। অথচ বাস্তবতা হলো—মাঠ এখন লেভেল প্লেয়িং ফিল্ডে পরিপূর্ণ। যারা সত্যিকার গণতন্ত্রে বিশ্বাসী, তারা পিছনে না তাকিয়ে ভোটের মাঠে নেমে পড়ুক।”

তিনি আরো বলেন, “তারেক রহমান পাবনা-৩ আসনের মানুষের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা হলো—হাসান জাফির তুহিন। ছাত্রজীবনে অসংখ্য নেতৃত্যের অভিজ্ঞতা রয়েছে তার। আজ তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি একজন জনসেবক হিসেবে।”

অনুষ্ঠানে হাসান জাফির তুহিন বলেন, “দলের সিদ্ধান্তে আমি ধানের শীষ নিয়ে মাঠে নেমেছি। এখানে আমার কোনো আত্মীয় নেই। আপনারাই আমার পরিবার। আগামী নির্বাচনে এক পতাকার নিচে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।” তিনি কর্মীদের প্রতি অনুরোধ জানান, ব্যক্তিগত অভিমান ভুলে দলের জন্য একসঙ্গে কাজ করার।

দুপুর থেকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় বালুচর মাঠে। ব্যানার-ফেস্টুন আর ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ ও শহর।

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর