বান্দরবানের লামা চকরিয়া সড়কে পাহাড় ধস,ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। বুধবার (৯ জুলাই) সকালে টানা বৃষ্টিপাতের কারণে
মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে এ রকম অনেক স্থানে পাহাড় ধসে মাটির পড়ে দূর্ঘনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সড়কে খানা খন্দে ভরপুর রয়েছে।
আরও লামা সুয়ালক সড়কে গত কিছুদিন ধরে টংঙ্গাবতি,ডাবল ব্রিজ ও ফাইতং বদরটিলাসহ কয়েক স্থানে রাস্তার সলিং,ইট ওঠে নিয়ে প্রায় কাঁদা মাটি পিসিল হয়ে গেছে। এতে যান চলাচলে কোন ঝুকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষ। রয়েছে অনেক খানাখন্দের সৃষ্টির সমস্যা। বৃষ্টি হলে এ রকম সমস্যা আরও তীব্রতর হয়। কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি এখনও।
এছাড়াও লামা পৌর এলাকা ও কয়েকটি ইউনিয়ন মধ্যে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস মানুষ।অবশ্য উপজেলা প্রশাসন ও লামা তথ্য অফিসের মাধ্যমে সর্তক বার্তা প্রচার করা হচ্ছে।যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে লামা চকরিয়া সড়কে মিরিঞ্জা সড়কে ফায়ার ও উপজেলা প্রশাসনের সহায়তায় সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। তাঁর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে ধসে পড়া মাটি ও আবর্জনা সরিয়ে রাস্তা পরিষ্কার করেন, যার ফলে সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন জানান, পাহাড় ধসের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাস্তা পুনরায় যান চলাচলের উপযোগী করা হয়। আলহামদুলিল্লাহ কোন হতাহত হয়নি। আগামী ৪দিন ভারী বৃষ্টিপাত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার এবং যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ায় আহবান জানানো যাচ্ছে।