রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

নাগরপুরে কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

ডা.এম.এ.স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির  সভাপতি গোলাম মোস্তফা গোলামের সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক  যদুনাথ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আরিফিন মিতালির সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহম্মদ নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়াবিধ ও সমাজ সেবক বি.বি.এ.এম,বি.এ সি এ (সি.সি) টাঙ্গাইল-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. জুয়েল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সরকারি যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।
বিগত ২০২৪ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির যে সকল কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর