বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

সলঙ্গায় সবজির দাম চড়া

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গায় হঠাৎ করে সবজির দাম চড়া।একটানা বৃষ্টি,সরবরাহে ঘাটতি,পরিবহনে খরচ বেশিসহ নানামুখী সমস্যা দেখাচ্ছেন বিক্রেতারা।গতকাল সোমবার সাপ্তাহিক বড় হাট সলঙ্গার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।জানা গেছে,৫০ টাকার বেগুন ৮০ টাকা,২০ টাকার পোটল ২৫ টাকা,১০ টাকার কাচকলা ২০ টাকা,৫০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা,৪০ টাকার মুখী ৬০ টাকা,২০ টাকার পোল্লা ৪০ টাকা,২০ টাকার পেঁপে ৪০ টাকা,৯০ টাকার রশুন ১১০ টাকা,২০ টাকার কুমড়া পিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান,বিভিন্ন অজুহাতে গত কয়েকদিন ধরে সবজির বাজার বেড়েই চলেছে।কেউ কেউ বলছেন সবজির বাজারে এসেই এখন পকেট খালি।অনেক বিক্রেতা বলছেন,সবজির মোকামেই দাম উর্ধ্বমুখী।আবার অনেক দোকানী বলছেন কিছু কিছু সবজির মৌসুম প্রায় শেষ,তাই দাম বৃদ্ধি।নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কিছুটা বাড়তেই থাকবে।তবে ক্রেতারা বলছেন,এবারে আলু, পেয়াজ,ব্রয়লার ও ডিমে অনেকটাই স্বস্থি।দাম নাগালের মধ্যেই কেনা যাচ্ছে।অপরদিকে মুদি দোকানের তেল, চিনি,ডাল,আটা-ময়দাসহ নিত্যপণ্যগুলো আগের দামেই কেনা যাচ্ছে।ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় সবজির বাজার ওঠা নামা করছে। ভোক্তাদের দাবী, সলঙ্গার বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভ্রাম্যমান অভিযান অতীব জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর