পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল-আজিজ ও সহকারী সার্জন তানিয়া আফরিন এর বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই শনিবার দুপুর দুইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা:আব্দুল্লাহ আল-আজিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: রেজাউল ইসলাম (এমওডিসি), ডা: সাজ্জাদ হোসেন, নার্সের সুপার ভাইজার তানিয়া খাতুন,প্রধান সহকারী সনজিত কুমার, ফার্মেসী এমএ হাদী, প্যাথলজি জিল্লুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম, মিডওয়াইফ পাপিয়া খাতুন, স্বাস্থ্য সহকারী আশরাফ হোসেন,সিএইচসিপি নাহিদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ডা: কামরুজ্জামান (আরএমও) ।