জুলাই আগস্ট গণ-অভ্যুথনের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র, অসহায়, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ ৪ জুলাই শুক্রবার সকাল ১১ টায় সময় উপজেলা জামায়াতের আয়োজনে দেবোত্তর বাজারে অনুষ্ঠিত “খাবার” বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পাবনা জেলা জামায়াতের আমির ও সিলেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।
আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাস-উদ এর সঞ্চালনায় এসময় চাঁদভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ালিল্লাহ, সাবেক উপজেলা আমির মাওলানা মো: আমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মামুনুর রশীদ, সেক্রেটারি সাইদুল ইসলাম মোল্লা, দেবোত্তর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল সালাম, সেক্রেটারি জিল্লুর রহমান মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় ৬শ দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।