রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ইসলামি ছাত্র আন্দোলন নাগরপুরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত কিশোরগঞ্জে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত  চাটমোহরে আনন্দমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টাংগাইলে জুলাই বিপ্লবোত্তর প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত নাগরপুরে উপজেলা জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত লামার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ছেলেসহ আটক পাবনায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ায় মাহফিজুর রহমান সাগর কে সংবর্ধনা

বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:২০ অপরাহ্ণ

ফুলের মালা পরিয়ে ছাদ খোলা গাড়ীতে করে বাদ্যযন্ত্র তালে তালে রাজকীয় ভাবে বিদায়ী প্রধান শিক্ষককে বাড়িতে পৌছে দিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বিদায় বেলায় শিক্ষার্থীরা দুই লাইনে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে এবং স্থানীয় জনগণ শতাধিক মটর সাইকেল বহর নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণিল আয়োজনে বাড়ী পৌছে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছে এলাকার মানুষ। আর বিদায় বেলার সন্মানিত আয়োজন দেখে কান্নায় ভেঙ্গে বুক ভাসালেন বিদায়ী প্রধান শিক্ষক।
বুধবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৫৩ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকের বিদায় অনুষ্ঠানে এমন দৃশ্য ভেসে উঠে।
শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক শিক্ষার্থীরাদের অংশগ্রহণে বিদায় সংবর্ধনাকে ঘিরে এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় চত্বর। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে প্রিয় স্যারের পায়ে লুটিয়ে পড়ে শিক্ষার্থীরা।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, “৩১ বছর ৭ মাস ১৫ দিন কর্মজীবন শেষে আজ যখন অফিসের খাতায় শেষবারের মতো সাক্ষর করলাম। এক অদ্ভুত অনুভূতি হলো। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। আসুন আমরা পরস্পরের দ্বন্দ-বিবাদ ভুলে গিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি, তাহলেই দেশ এগিয়ে যাবে।”
প্রিয় শিক্ষককে শেষ কর্মদিবসে বিদায় জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। কেউ স্মৃতি ধরে রাখতে স্যারের সঙ্গে সেলফি তুলছে, কেউ ছবি তুলে আবেগে আপ্লুত হয়ে পড়ছে।
সহকর্মী শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে তার অবদান স্মরণ করে বলেন, “আবু বক্কর সিদ্দিক ছিলেন এই এলাকার শিক্ষার বাতিঘর, তার শিক্ষা বিস্তারের অবদান এলাকাবাসী কখনও ভুলবে না।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিদায়ী বক্তব্য এবং স্যারের প্রতি ভালোবাসার নানা উদ্যোগ দেখা যায়। সংবর্ধনার অংশ হিসেবে ফুলের শুভেচ্ছায় তাকে ছাদ খোলা গাড়িতে বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করানো হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক সভাপতি কামিনি কান্ত রায়ের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের সদস্য সচিব সাইদুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গীতা রানী সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লিপিকা রায়, সহকারী শিক্ষক খাদিজা শাপলা, আফসানা নাহারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং অভিভাবক।
মোঃ আবু বক্কর সিদ্দিক ১৯৯৩ সালে পলাশবাড়ী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১০ সালে তিনি লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন।
শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক, সাহিত্য ও ধর্মীয় অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ‘লক্ষীপুর মিতালী সংঘ’ এর প্রতিষ্ঠাতা, বীরগঞ্জ সাহিত্য সংসদ এর সহ-সভাপতি এবং লক্ষীপুর জামে মসজিদ কমিটি এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহিত্য অনুরাগী এই শিক্ষকের প্রকাশিত ছড়াগ্রন্থ ‘ছন্দে ছন্দে শিখি আনন্দে’ শিশু-কিশোরদের কাছে সমাদৃত। এছাড়া তিনি বিভিন্ন সময়ে অসংখ্য কবিতা ও ছড়া রচনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর