পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
রঞ্জু পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের শ্যালক। পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে চলতেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম হাফিজ রঞ্জুর বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজি, মাদক কারবারে সংশ্লিষ্টতা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও এতদিন কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে আওয়ামীলীগ নেতা রঞ্জুকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে।