পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪(আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের প্রার্থী মনোনীত করায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনান্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ৩০ জুন বিকালে দেবোত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতিঝিল বাজার বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল মতিঝিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির কার্যালের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
দেবোত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক সভাপতি জুলফিকার হায়দার রাঙার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন সঞ্চালনায় যুগ্ম সম্পাদক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সাবেক পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, সদস্য সচিব আইতুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলিসহ উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।