কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছয় বছরের শিশু মোঃ ইউসুফ। তার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। অসহায় এই শিশুর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার।
ইউসুফের বাবা জয়নাল উদ্দিন, যিনি লামা পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকার বাসিন্দা, জানান যে তার ছেলের চিকিৎসার জন্য প্রতিনিয়ত অনেক টাকা খরচ হচ্ছে, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এই মুহূর্তে ইউসুফের সুস্থতার জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আর্থিকভাবে সাহায্য করতে চাইলে নিচের বিকাশ অথবা নগদ নম্বরে যোগাযোগ করতে পারেন:
বিকাশ:- ০১৮৮৮২৪৮৮৫৬, নগদ: ০১৮৬১৩৯৭৯০৯
আপনার সামান্য সহযোগিতা একটি শিশুর জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।