বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

পাবনা মানসিক হাসপাতালে রোগীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে ৯ জন দালালকে আটক, ১ মাসের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ

পাবনা জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হতে আসা রোগীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে ৯ জন দালালকে আটক করে ১ মাসের  কারাদণ্ড প্রদান ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার সকালে ২৯ জুন জেলা প্রশাসকের নির্দেশক্রমে পাবনার বিভিন্ন হাসপাতালকে দালাল মুক্ত করার নিমিত্তে জেলা এনএসআই পাবনার গোয়েন্দা তথ্য এবং জেলা প্রশাসন ও জেলা এনএসআই পাবনার যৌথ অভিযানে পাবনা মানসিক হাসপাতালে
চিকিৎসা ও ভর্তি হতে আসা রোগীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুরাদ হোসেন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জন দালালকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলোঃ  সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম(৫০), চাঁপাইনবাবগঞ্জ গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩৫), সদর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে হালিম(৪০),
কিসমত প্রতাপপুর গ্রামের মনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলাম পুর গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে মানিক মণ্ডল(২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে শফিকুল(৫৫), একই গ্রামের শহিদ আলীর ছেলে ছাবিত (১৯), মুনজির আলীর ছেলে মুন্নাফ(৩১), বুদের হাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল(৩০),
জেলা এনএসআই ২ জন সদস্য উক্ত হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও রোগীদের হয়রানির বিষয়ে বিগত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।
 আজ সকালে ২জন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম পাবনা মানসিক হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে। এসময় হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হতে আসা রোগীদের হয়রানির বিষয়টি পরিলক্ষিত হলে বিষয়টি উপপরিচালক এনএসআই পাবনাকে জানায়।
উপ-পরিচালক,এনএসআই পাবনা জেলা প্রশাসককে অবগত করা হলে জেলা এনএসআই পাবনার ২ জন সহকারী পরিচালক এ বি এম লুৎফুল কবীর ও আনিচ-উর রহমান এর উপস্থিতিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সহ একটি টিম অভিযান পরিচালনা করে।
দূরদূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয়-স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবত দালাল চক্র বিভিন্ন ধরনের হয়রানি মূলক কার্যক্রম করে আসছিল।
যার ফলশ্রুতিতে পাবনা মানসিক হাসপাতালে প্রকৃত মানসিক রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর