শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লামার সরই ইউনিয়ন জাতীয়তাবাূী কৃষক দলের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ জুন) সকালে বায়তুল শরফ মসজিদ মাঠে বৃক্ষরোপণ মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, লামা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম , সদস্য সচিব মোঃ আমির হোসেন।
আরও সিনিয়র যুগ্ম আহবায়ক থোয়াই সে মং মার্মা,যুগ্ম আহবায়ক মজিবুল হক মিলন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান কাজী, ৫ নং সরই ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ রুবেল, সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মোঃ আজম, যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।