মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

লামায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বান্দরবানের লামা উপজেলায় দিনব্যাপী ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশ নেয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস লামা উপজেলা কমিশনার মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, বাংলাদেশ স্কাউটস বান্দরবান জেলার সহ-সভাপতি বেলাল হোসেন, কমিশনার সম্পদ বড়ুয়া, ক্যাশিয়ার রহিম উল্লাহ ভূঁইয়া এবং লামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ।
নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার এবং মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে রাজা ও মন্ত্রীর ভূমিকায় অভিনয় করে নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার কাব স্কাউটদের উৎসাহিত করেন এবং বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, কাব স্কাউটদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সেবামূলক চেতনা গঠনের লক্ষ্যে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয়ভাবে ২৩ জুন অনুষ্ঠিত কাব কার্নিভাল লামায় পিছিয়ে ২৮ জুন অনুষ্ঠিত হয়।
বিকেলে মশাল প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণের মাধ্যমে কার্নিভাল শেষ হয়। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে প্রতি বছর এই ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর