ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। শনিবার (২৮ জুন) সকাল দশটায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর থেকে এই সাইকেল র্যালি বের হয়।
র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। চলনবিল রক্ষায় আমরা এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র্যালির উদ্বোধন করেন চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চলনবিল রক্ষায় আমরা’র সভাপতি ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত দেশগুলো জলবায়ু তহবিল থেকে উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেওয়ার যে প্রস্তাব করেছে তা মানা যায় না। জলবায়ু পরিবর্তনে অর্থায়ন করা দরকার অনুদান হিসেবে। আমরা জলবায়ু অর্থায়নের ঋণ নয়,এককালীন অর্থ প্রদানের দাবি জানাচ্ছি।
চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়ক জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।