মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে নিরপেক্ষ ভাবে তদন্তের আহ্বান: জাকারিয়া পিন্টু

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে‎ শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ঈশ্বরদী ইপিজেড গেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সাধারণ ‎জাকারিয়া পিন্টু বলেন, পাবনা-৪ আসনে কে জনপ্রিয়, কাকে তৃণমূল চায় তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে মনোনয়ন দিন এবং যারা দলের জন্য দুর্দিনে কাজ করেছেন ও আন্দোলনে ছিলো তাদের মূল্যায়ন হোক। জাকারিয়া পিন্টু ‎আরও বলেন, দলের ভেতরেই ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আমার পাশে রয়েছেন। ইনশাল্লাহ, সব ষড়যন্ত্র মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাবো আমরা। সংবর্ধনা ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দীন আহমেদ মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক নেতা শামসুদ্দোহা পিপ্পু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা খোরশেদ আলম দিপু, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা খোরশেদ আলম, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী উপজেলা যুবদলের নেতা মাহামুদ হাসান সোনামনি, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েলসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর