মানুষ মানুষের জন্য, এই কথাকে বুকে ধারণ করে, মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আফজাল হোসেন। সরেজমিনে জানা গেছে প্রায় ২০ দিন আগে নওয়াপাড়া পৌর ৩নং ওয়ার্ডের ধোপাদী চাষি ক্লাব এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হয়। যে দির্ঘনায় তার ডান পা ভেঙে এগারো টুকরো হয়ে যায়। ফলে তার চিকিৎসা করার মতো সামর্থ আহত রাজ্জাকের পরিবারের পক্ষে সম্ভব ছিলোনা। সংবাদ পেয়ে নওয়াপাড়া পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আফজাল হোসেন ও নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা। মানবিক মানবতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে ওই পরিবারের পাশে দাঁড়ান এবং চিকিৎসা ব্যায় আনুঃ আড়াই লাখ টাকা খরচ করে চিকিৎসা করান। যা সমাজে এমন নেতাদের দৃষ্টান্ত খুবই কম চোখে পড়ে। এমন মানবতার হাত বাড়িয়ে দিয়ে রীতিমতো এলাকার সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রসংশায় ভাসছেন ওই দুই মানবতার ফেরিওয়ালা। শুধু আড়াই লাখ টাকা খরচ করেই তারা থেমে থাকেনি নিয়মিত আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবরসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তারা। তার ধারাবাহিকতায় শুক্রবার ২৭ জুন বিকালে নওয়াপাড়া ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে মানবতার ফেরিওয়ালা বিএনপির ওই নেতা আফজাল হোসেন ফলফলাদি নিয়ে আহত আব্দুর রাজ্জাকের বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এবিষয়ে নওয়াপাড়া পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আফজাল হোসেন বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, আমি সাধারণ মানুষের নেতা আমার কাজ আমার ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো এবং সকলের বিপদে সহযোগিতা করা। এমন মনোভাব যদি সকল রাজনৈতিক নেতাদের মনে ধারণ করতো তবে আমার এই দেশ স্বর্ণে রুপান্তরিত হত। তিনি আরো বলেন, সকল মানুষের জন্য কাজ করে যেতে পারি সেই দোয়া করবেন এবং আমি উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দাবি করছি তারা যেন সবাই রাজ্জাকের চিকিৎসা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।