মানিকগঞ্জের ঘিওর বাস স্ট্যান্ড রোডে মানিক কম্পিউটারের মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে টানাটানি ও মারধরের ঘটনার আসামি নাসিম ভাইয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকা থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
উল্লেখ্য যে,গত ২৩ জুন রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধিকারী আলী আজম মানিককে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করে পার্শ্ববর্তী ঘিওর বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভুইয়া।ওই প্রতিষ্ঠানে গিয়ে টাকা ছাড়াই জোড় করে কম্পিউটারে কাজ করাতে চায় নাসিম ভুইয়া। আলী আজম মানিক এতে না করলে তাকে দাড়ি ধরে টানাটানি ও চরথাপ্পর এবং গালাগালি করে। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই ঘটনার সাথে জড়িত নাসির ভূইয়াকে গ্রেফতারের দাবী করে আসছিল এলাকাবাসী।