মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

পাকুন্দিয়ায় জমকালো আয়োজনে কুমরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ।
‎শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার নূর হোসাইনী ফাজিল মাদ্রাসার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কুমরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দল ছিলো হিমাদ্রি ওয়ারিয়র্স ও বাইক হাট ইউনাইটেড এফসি।
‎খেলার শুরু থেকেই উভয় দলের মাঝে দারুণ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে উৎসাহী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আতিকুর রহমান পিন্টু এবং সঞ্চালনা করেন সুলতান আফজাল আইয়ুবী।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি মেডিকেল সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডেন্টাল সার্জন ডা. জিয়া উদ্দিন টিটু।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান রায়হান, আলহাজ্ব এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিন বাবুল, মোঃ শেখ নজরুল ইসলাম, আবু হানিফা, বুলবুল আহম্মেদ এবং মোখলেছুর রহমান শান্ত।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামীতা থেকে ফিরিয়ে এনে সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা গেলে স্থানীয় ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর