কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) সকালে হাসনা হাবিব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এইচ এম মাহফুজ, কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, পিজি ডেন্টাল সার্জন ডা. জিয়া উদ্দিন টিটু, এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক শরিফুল ইসলাম এবং হাসান ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, নূর হোসাইনী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, দরগা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, ইমরুল কায়েস শাহীন, এম এইচ জামান, আজিজুল ইসলাম হৃদয় এবং হাসনা হাবিব কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি অলি উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বৃক্ষ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও মানুষের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রত্যেককেই পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ হতে পারে সেই চমৎকার উদ্যোগগুলোর একটি।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।
হাসনা হাবিব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালিত হবে।