পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে ডুবে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উত্তর থানা পাড়া গ্রামের আলমগীর হোসেনের ৯ বছর বয়সী ছেলে জুবায়ের এবং একই এলাকার আবু সামা কমিশনারের ১১ বছর বয়সী মেয়ে তন্নী।
শুক্রবার (২৭ জুন) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াল নদীতে গোসল করার সময় জুবায়ের পানিতে ডুবে যেতে থাকলে তন্নী তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। কিন্তু সাতার না জানায় দুজনেই নদীতে তলিয়ে যায়।
স্থানীয়রা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করে গোপালনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেন