শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

পাকুন্দিয়ায় অসুস্থ পরীক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
আজ (২৬/০৬/২০২৫ খ্রিঃ) এইচএসসি পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একজন পরীক্ষার্থী। সে পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের ছাত্র এবং পৌরসভার লক্ষীয়া গ্রামের বাসিন্দা।
অসুস্থ পরীক্ষার্থীর কাছে জানা যায়, সকাল থেকেই প্রচন্ড জ্বর, মাথাব্যথা নিয়েই পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছা ছিল তার। পরীক্ষার কেন্দ্রে আসার পরই প্রচন্ড বমি শুরু হয়। এমনকি বসে পর্যন্ত থাকতে পারছিল না। বিষয়টি নজরে আসে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, অসুস্থ পরীক্ষার্থীর এমন পরিস্থিতিতে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই জন ডাক্তারকে ডেকে এনে চিকিৎসা করানোর মাধ্যমে তাকে কিছুই সুস্থ করে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে কোন রকমে শুয়ে-বসে পরীক্ষা দেয় অসুস্থ পরীক্ষার্থী। উপস্থিত ডাক্তারগণ উক্ত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এসময় কেন্দ্র সচিব পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক জামাল ও কেন্দ্রের  দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে উপস্থিত থেকে  অসুস্থ পরীক্ষার্থীর তদারকি করেন মহিলা বিষয়ক কর্মকর্তা। তাৎক্ষণিক খবর পেয়ে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন।
এমন মানবিক কাজ করায় প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাহ হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।
উল্লেখ্য: সারা দেশের ন্যায় পাকুন্দিয়া উপজেলাতেও যথাসময়ে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। উক্ত কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর