কক্সবাজার সদরে ভারুয়াখালী ইউনিয়নের আদর্শ গ্রামে দুই ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হামিদ হোসেনের ছেলে শওকত ওসমান।
সরজমিনের জানাজায়,নিহত শওকতের বড় ভাই কাউসার এবং ছোট ভাই সাইফুল তারা দুইজন যোগসাজশে শওকত ওসমানকে হত্যা করেছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ৯ টার সময় শওকত ওসমান কর্মস্থলে যাওয়ার পথে আদর্শ গ্রামের রেলবিট ঘটনাস্থলে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা দুই ভাই এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহত ঘোষণা করে।
রামু থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, তারা তিন ভাইয়ের মধ্যে বসত ভিটা বিরোধ চলছিল ঐ বিরোধকে কেন্দ্র করে ঘটনার উৎপত্তি হয়। কাউসার ও সাইফুল দুইজনে মিলে মেজ ভাই শওকত ওসমানকে হত্যা করেছে । ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি। আসামিকে আটক করার তৎপরতা চলছে।
স্থানীয়দের সূত্র মতে,নিহত ব্যক্তি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি রামু থানার বলে জানিয়েছে।
আল্লাহ আমাদের ভারুয়াখালী তে এই রখম ঘটনা কখন বন্ধ হবে আল্লাহ যানে
