পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”(Beat Plastic Pollution)
এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানে আয়োজিত আলোচনা সভায় এই আহবান জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।