নাগরপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ করা হয়েছে। আজ বুধবার (২৪/ ৬ /২০২৫) দুপুর ২ ঘটিকায় মুফতি আল-আমীন মাজাহিরী এর সঞ্চালনায় মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরপুর সরকারি কলেজ মাঠে এ শপথ গ্রহণ করানো হয়। শপথ করান এ দেশের আধ্যাত্বিক রাহবর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম দাঃ বাঃ।
শপথ করানোর পূর্বে তিনি জণ সাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা হাতপাখায় ভোট দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সুযোগ করে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আখিনুর মিয়া মাওঃ আলী আকবর, বাবুল হোসেন মাওঃ সিরাজুল ইসলাম, হাফেজ মাওঃ আল-হেলাল, মুফতি শহীদুল ইসলাম সিরাজী, মোঃ হাফিজুর রহমান প্রমূখ।