পাবনার ঈশ্বরদীতে গত ২০ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় ঈশ্বরদী বাস টার্মিনাল ভবনের ভেতরে নিজের TVS Stryker 125cc লাল-কালো মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে টিকিট কাটতে যান মো. জিয়ারুল ইসলাম (৪৬)। প্রায় দুই ঘণ্টা পর, দুপুর ২টা ১৫ মিনিটের মধ্যে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ২০ জুন একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৭/২০২৫, ধারা-৩৭৯)। এরপর পুলিশের একটি চৌকস দল গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আ স ম আব্দুর নুর এর নেতৃত্বে এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযানের অংশ হিসেবে ২২ জুন রাতে ঈশ্বরদী থানাধীন সাড়া ঝাউদিয়া ব্লকপাড়া নদীর ঘাট এলাকা থেকে দুই কিশোর চোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তাদের দেখানো মতে ঈশ্বরদী বাস টার্মিনাল ভবনের পেছনের ঝোপঝাড় থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধার করা হয়। আটক হওয়া দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলে জানান ঈশ্বরদী থানা পুলিশ এবং এই চোর চক্রের অন্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।