পাবনার চাটমোহরে বিদুৎস্পৃষ্টে হাসান আলী ( ৮) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাসান আলী পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার বড় বিশাকোল গ্রামের জব্বার হোসেনের ছেলে।
সোমবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে ছাইকোলা ইউনিয়নের ধানকুনিয়া দক্ষিণপাড়া গ্রামে শিশুটির নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, শিশু হাসান আলী নানার বাড়িতে বেড়াতে এসে এদিন (সোমবার) সকাল ১০ টার দিকে অন্যান শিশুদের সাথে নানা ওয়াজ প্রামানিকের বাড়ির ছাদে খেলা করছিল। হঠাৎ সেখানে থাকা ছিদ্র তারে বিদ্যাৎতায়িত হয় হাসান আলী। পরে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাইকোলা ইউনিয়নের ইউপি সদস্য যতন আলী।