সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

আটোয়ারীতে স্কাউটস কাব কার্নিভাল ও তাঁবু জলসা অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ

শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল-২০২৫ ও তাঁবু জলসা। সোমবার ( ২৩ জুন) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ কার্নিভাল ও তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভাল ও তাঁবু জলসা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মানিক চৌধুরী, বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী(মানিক), ডিআরসি জাকিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিশনার আব্দুল কুদ্দুশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক জরিপ হোসেন চৌধুরী(মনি) ও উপজেলা কাব লিডার রফিকুল ইসলাম হেলাল। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্কাউটস কমিশনার, কাব লিডার, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। দিনব্যাপি কার্নিভাল ও তাঁবু জলসায় কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কার্নিভাল হলো কাব স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব। যেখানে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপি আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। একই সাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন। আটোয়ারীর সন্তান আদিবা ২০২১ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড আজ সরাসরি প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করে আটোয়ারীবাসীকে গর্বিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর