কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ (সোমবার) ২৩ শে জুন সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ঈদগাহ মাঠে ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, পৌর জামাতের আমীর মাওলানা নাজমুল হক, পৌর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মিনহাজ উদ্দীন সহ ছাত্রশিবির ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ সহকারী কৃষি সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ১১টি নার্সারি স্টল ঘুরে দেখেন ও মালিকদের খুঁজ খবর নেন।