সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিবি) আওতায় অসহায়, দুস্থ পরিবার এবং প্রান্তিক কৃষকদের মাঝে নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৮৬ জন প্রান্তিক কৃষককে একটি করে স্প্রে মেশিন এবং ২৪ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে নলকূপ(টিউবওয়েল) বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারের সুদৃষ্টি জনগণের কল্যানে তারাই আলোকে আজ আমরা বিনামূল্যে স্প্রে মেশিন ও নলকূপ পাইলাম।
উদ্বোধন কালে সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তানভীর হাসান মজুমদার বলেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে উপকৃত হবেন, তেমনি অন্যদিকে দুস্থ পরিবারগুলো বিশুদ্ধ পানির সংকটের সমাধান পাবেন। সরকারের এই ধরনের জনমুখী কার্যক্রম গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।