মানিকগঞ্জের ঘিওরে একটি কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ভাবিকে হত্যা করেছে দেবর। শুক্রবার(২০জুন) সকাল ১০টয় উপজেলার নালী ইউনিয়নের বেরি বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫) স্বামী সালাম মিয়া (৩৮) অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরই রাকিব পালিয়ে যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়তে যান । এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়।নিহত সোভার দুই ছেলে বড় ছেলে শামীম (১৭) ঢাকার একটি কারখানায় কাজ করেন। ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন ঘটনা শুনেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।