মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ পালিত  

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

“স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
১৯ জুন২০২৫, বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা হলরুমে পালিত হলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫। বীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুশ্রম মুক্তসমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
 দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক তানভীর আহমেদ। তিনি তাঁর বক্তব্যে শিশুশ্রমের ভয়াবহতা এবং এর সামাজিকও অর্থনৈতিক কুপ্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিনিয়ে নেয়। সরকার দেশকে সকল প্রকার শিশুশ্রম থেকে মুক্ত করার জন্য বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে কাজকরে যাচ্ছে। অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবাবিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারিসংস্থার (এনজিও) প্রতিনিধিগণ। তাঁরা প্রত্যেকেই শিশুশ্রম নিরসনে নিজ নিজ অবস্থানথেকে কাজ করার এবংসম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অভিশাপ থেকেসমাজকে মুক্ত করার গুরুত্ব তুলেধরেন। রবার্ট কমল সরকার, এরিয়া প্রোগ্রম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশনবাংলাদেশ এবং সতিশ চন্দ্র রায়- প্রোগ্রম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশুশ্রমও বাল্য বিবাহ বিরোধী কার্যক্রম তুলে ধরেন এবংশিশুদের শিক্ষা ও সুরক্ষার জন্যতাদের চলমান প্রচেষ্টার কথা জানান। তারাজানান, দারিদ্র্য, সচেতনতার অভাব এবং শিক্ষারসুযোগের অভাবই শিশুশ্রমের মূল কারণ। এইসমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সচেতনতাবৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা স্কুল থেকে ঝড়ে পড়ে শিশুশ্রমে জড়িত ৮ জন শিশুকে আর্থিক প্রনোদনা প্রদান করে তাদের আবার স্কুলে যোগদানে সহযোগীতা করেছে। বক্তারা জোর দিয়ে বলেন, শুধু আইন প্রয়োগই নয়, শিশুদের স্কুলে ফেরানো এবং তাদের পরিবারেরজন্য বিকল্প আয়ের উৎস তৈরি করাওঅত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুশ্রমের সঙ্গে জড়িত শিশুদের চিহ্নিত করে তাদের পুনর্বাসনএবং শিক্ষার মূল স্রোতে ফিরিয়েআনার উপর জোর দিতে হবে। উপস্থিত সকলেই একমত পোষণ করেনযে, শিশুশ্রম একটি জাতীয় সমস্যাএবং এর নিরসনে সকলকেএকযোগে কাজ করতে হবে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিশুশ্রমপ্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবংস্থানীয় পর্যায়ে শিশুশ্রমের ঘটনা দেখা গেলেতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনসাধারণকে উৎসাহিত করা হবে। আলোচনা সভা শেষে শিশুদেরঅধিকার রক্ষা এবং তাদের জন্যএকটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎনিশ্চিত করার শপথ গ্রহণকরা হয়। আশা করাযায়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা অচিরেই শিশুশ্রমমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর