পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
রবিবার (৩০ মার্চ) হান্ডিয়াল বাঘলবাড়ি চৌরাস্তা বাজারে সকাল সাড়ে ১০ টায় সংযোগ ফাউন্ডেশনের প্রতিনিধি হিরণ আহমেদের সঞ্চলনায় ও হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আতিকুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক এফ এম ছহির উদ্দিন স্বপন, মুনিয়াদিঘী কারিগরি কৃষি কলেজের পরিচালক ও সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, হান্ডিয়াল প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা জয়, সাংবাদিক ও প্রভাষক জাকির সেলিম, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু তাহের, আশরাফুল আলম মাস্টার, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আহম্মদ আলী, ডাঃ মোঃ বেলাল হোসেন, নবাব আলী মাস্টার, এনজিও কর্মী জাহাঙ্গীর আলম, সংযোগ ফাউন্ডেশন সদস্য মোঃ মাসুদ রানা সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
সংযোগ ফাউন্ডেশনের প্রতিনিধি হিরণ আহমেদ বলেন, সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আহমেদ জাভেদ জামাল। তার পরামর্শে ও সহযোগিতায় আমরা মানবতার সেবায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সমাজের সকল বিত্তবাণদের এসব কাজে আরো বেশি করে এগিয়ে আসার জন্যও তিনি উদাত্ত আহ্বান জানান।
ঈদ সামগ্রী হিসেবে একশত পরিবার কে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই দেওয়া হয়।