মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় চাঁদ উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গাগ্রাম চাঁদ উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন বাদশার নিজস্ব অর্থ্যায়নে ১২০ জন হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার চাউল, সেমাই, চিনি,প্যাকেট দুধ, আলু, বিতরণ করা হয়েছে।
ডেঙ্গাগ্রাম ডিগ্রি কলেজের অধ্যাপক  আশরাফুল আলম এর সভাপতিত্বে এসময়  প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা।
সোহেল রানার সার্বিক ত্বত্তাবধানে অ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  একদন্ত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ৪নং নম্বর ওয়ার্ড  বিএনপির সভাপতি জহর হোসেন, সাবেক ছাত্রনেতা  নাঈম হোসেন প্রমুখ।
এসমস আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা বলেন, ঈদুল ফিতরের উপলক্ষে চাঁদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র অসহায়  পরিবারে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এটা খুব মহতী উদ্যোগ।
ঈদ উৎসবে অসহায় দরিদ্র মানুষকে একটি একটু সেমাই চিনি দিয়ে তাঁদের মুখে হাসি ফুটানো সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের দায়িত্ব ও কর্তব্য।
সেই লক্ষ্যে ফাউন্ডেশনের এ উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।’
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবছরই পবিত্র রমজান মাসে অসচ্ছলদের সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছর বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
এতে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
উপহার গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদে আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদ্‌যাপনের। এই সহায়তা আমাদের ঈদ উদ্‌যাপন সহজ করে দিলো। আল্লাহ যেন তার মনের আশা যেনো পুরুন করে দেন।
চাঁদ উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা জানান, আমাদের চোখের সামনেই প্রতিদিনই হতদরিদ্র ছিন্নমূল যে মানুষদের দেখি।
তারা কিন্তুু সবসময় আমাদের আশেপাশে থাকে। এবারে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এলাকায় এই অসহায় দরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের হাতে আমাদের সামর্থ্যমত ঈদ উপহার তুলে দিলাম।.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর