পাবনার ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়িদের কাছ থেকে টাকা চেয়ে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে ইউএনও নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী শহরের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়িদের কাছ থেকে আমার মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির টাকা দাবি করা হলে তখন আমাকে ফোন করে নিশ্চিত হতে চেয়েছেন তখন ব্যাপারটা ধরা পড়ে। আমার কাছে বেশ কয়েকজন ফোন করে এ বিষয়ে অভিযোগও করেছেন। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন ইউএনও সুবীর কুমার দাশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।