২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পপুস্তক অর্পণ করেন
আটঘরিয়া উপজেলা প্রশাসন, আটঘরিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি, দেবোত্তর ডিগ্রী কলেজ, আটঘরিয়া সরকারি কলেজ, আটঘরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয, আটঘরিয়া পৌরসভা, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর কৃষকদল, পৌর যুবদলসহ অনেকেই।
পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।
সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত, এবং বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন ভুবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, প্যারেট পরিদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন ঘোষণা উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,
জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারি, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম,
জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর নকিবুল্লাহ,নায়েবে আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।