পাবনার ভাঙ্গুড়ায় তিনটি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ ভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাডপত্র নবায়ন না থাকায় ৩টি ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। এ সময় উপজেলা প্রসাশনের অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ ও সেনাবাহিনী সহায়তা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমার মেসার্স রয়েল এন্টার প্রাইজ ও অষ্টমনিষা ইউনিয়নের শাহা নগরের একতা ব্রিকসকে লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাডপত্র নবায়ন না থাকায় দুই প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় এই দুই প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সনদ না পাওয়া পর্যন্ত ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।
অপরদিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতির বি.ই.এল ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ মোতাবেক প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় তিন ভাটা মালিককে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার বলেন, ভাঙ্গুড়া উপজেলার তিনটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েল এবং একতা ইট ভাটায় বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় প্রয়োজনীয় সনদ না পাওয়া পর্যন্ত ইট ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।