‘তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলে মিশে’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মোস্তারি, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জেসমিন আখতার, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়াপ্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন অফিসার রোখসানা নাসরিন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।