ঈশ্বরদী পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্কুলের বিজয় মঞ্চে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক সফল মেয়র মোখলেছুর রহমান বাবলু। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ও বিশিষ্ট কলাম লেখক মোঃ সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম ভিপি শাহীন। বক্তব্য রাখেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাজনিম মাহবুব প্রাপ্তি, সহকারী প্রধান শিক্ষক রাইদুল ইসলাম সহ আরও অনেকে। সঞ্চালনা করেন, শিক্ষক আব্দুল মজিদ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।