পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার উপর ট্রাক রেখে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করায় হাজী আ: ওয়াহেদ মোল্লা নামে এক গোডাউন মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌর সদরের ভদ্রপাড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। হাজী আ: ওয়াহেদ মোল্লা ভাঙ্গুড়া পৌর সদরের ভদ্রপড়ার মৃত জামাল মোল্লার ছেলে।
জানা যায়, ওয়াহেদ মোল্লা সকাল থেকে ভাঙ্গুড়া পৌর সদরের ভদ্রপাড়ায় ব্যস্ততম রাস্তার উপর ট্রাক দার করিয়ে রেখে ট্রাক লোড করছিল। এতে করে রাস্তায় স্বাভাবিক যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সরকারি রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে অবস্থান করে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ওয়াহেদ মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ভবিষ্যতে এরুপ ব্যস্ততম রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, ব্যস্ততম রাস্তায় বাধা সৃষ্টি করে গোডাউনের মালামাল লোড করায় একজনকে জরিমানা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।